যুক্তরাষ্ট্রে ঢাবি অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক ড. রাবেয়া খাতুন ও ঢাবি লোগো
অধ্যাপক ড. রাবেয়া খাতুন ও ঢাবি লোগো  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাবেয়া খাতুন ইন্তেকাল করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের মবিল শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, ৫ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর এবং দুই ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

অধ্যাপক ড. রাবেয়া খাতুন বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট, সিনেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সদস্য পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মরহুমার জানাজার নামাজ শেষে তাকে যুক্তরাষ্ট্রের ডালাসে দাফন করা হবে।

এদিকে অধ্যাপক ড. রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। রোববার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ