চবি’র সাড়ে ১২শ’ শিক্ষক-শিক্ষার্থীর ফেসবুক তথ্য ফাঁস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৪:১৪ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২১, ০৪:১৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ১ হাজার ২৬৪ জনের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। এই তালিকায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। লো লেভেল হ্যাকিং প্লাটফর্ম-প্রযুক্তি এই তথ্য ফাঁস করেছে।
শুক্রবার (৯ এপ্রিল) ফাঁস হওয়া ফেসবুক অ্যাকাউন্টগুলোর তথ্য একজন প্রযুক্তিকর্মী সাংবাদিকদের দিয়েছেন। তবে তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে চাননি।
ওই প্রযুক্তিকর্মী জানান, ফাঁস হওয়া ফেসবুক অ্যকাউন্টগুলোর প্রোফাইলে `University Of Chittagong' লেখা আছে। তাদের সবার নতুন, পুরাতন ঠিকানা, মোবাইল নাম্বার, রাজনৈতিক সংশ্লিষ্টটাসহ আরও ব্যক্তিগত কিছু তথ্য ফাঁস হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের ১০৬টি দেশের ৫৩ কোটিরও বেশি ফেসবুকের তথ্য ফাঁস হওয়ার খবর জানায় বিজনেস ইনসাইডার। গত ৩ এপ্রিল বিজনেস ইনসাইডার এই তথ্য প্রকাশ করে।