বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু কর্ণার’ পাচ্ছে রাবির ২ হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধু কর্ণার পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা ও শহীদ সোহরাওয়ার্দী হল। আগামীকাল বুধবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে এ কর্ণারের উদ্বোধন করবেন বিশ্বববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ মার্চ) তথ্যটি নিশ্চিত করে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানিয়েছেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হল, শিক্ষক সমিতিসহ অন্যান্য সংগঠন কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট এবং শেখ রাসেল মডেল স্কুল শিক্ষার্থীদের নিয়ে 'অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ হতে পৃথক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

তাছাড়া সন্ধ্যা ৭টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ৭ মার্চের রচনা ও ১৭ মার্চের কুইজ প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর পুরস্কার বিতরণ করে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence