বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক লাঞ্ছিত, ধর্মঘটের ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৪ AM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৪ AM
অফিস সহায়কের (এমএলএসএস) হাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক রেসিডেন্ট চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ওই চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় রেসিডেন্টসহ অন্য চিকিৎসকরা অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) সূত্রে এ তথ্য জানা গেছে ।
বিডিএফের সাংগঠনিক সম্পাদক ডা. কাওসার আলম আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের ফেইজ-বি আবাসিক একজন চিকিৎসক এমএলএসএস কর্তৃক লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা রেসিডেন্টসহ সব চিকিৎসক আজ বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে অবস্থান ধর্মঘট করব।’
তিনি বলেন, ‘লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটা আমাদের দাবি। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত কাজে যোগদান করবেন না কোনো রেসিডেন্ট। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। বিশ্ববিদ্যালয় মামলা না করলে, বিডিএফ মামলা করবে।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার দিন ছুটিতে ছিলাম। পরে বিষয়টা জানার পর এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে বাকি কাজ শেষ হবে। আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর পর্যায়ক্রমে বাকি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।