জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের দাবির প্রতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সংহতি

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৫ PM

© ফাইল ফটো

শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ার কতিপয় সন্ত্রাসী কর্তৃক নৃশংস হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।

রবিবার সংগঠনটির সভাপতি অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে তারা এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়ায় বসাবসরত শিক্ষার্থীদের উপর কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েক ঘন্টা ধরে নৃশংস আক্রমণ চালিয়েছে। এসময় ১০ রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কয়েকদিন আগে গেরুয়াবাসী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সাথে সংগঠিত একটি তুচ্ছ ও মীমাংসিত ঘটনাকে পুঁজি করে পরিকল্পিতভাবে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় গেরুয়াবাজারে অবস্থানরত শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এলাকার সন্ত্রাসীরা।

‘এরপর এলাকায় অসত্য তথ্য ছড়িয়ে আশেপাশের এলাকা থেকে সন্ত্রাসীদের জড়ো করে একাত্তরের হানাদার পাকিস্তানি বাহিনীর অনুকরণে ‘সার্চ এন্ড ডেস্ট্রয়’ কায়দায় গেরুয়ায় বসাবসরত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায়।’

বিবৃতিতে বলা হয়, প্রায় ৪ ঘন্টা ব্যাপী চলমান এই হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কোন কোন সূত্র এঘটনায় স্থানীয় ক্ষমতাসীনদের মাদক ও চাঁদা আদায়ের প্রভাব বলয় বিস্তারের অন্তর্দ্বন্দের বহিঃপ্রকাশ বলেও অভিহিত করেছেন।

এরকম নজিরবিহীন বীভৎস হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এ বিষয়ে দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়, স্থানীয় ও পুলিশ প্রশাসনের নির্বিকার থাকা জনমনে নানান প্রশ্নের উদ্রেক করেছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বর্ষের অনলাইন ক্লাশ-পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মাঝেই আশেপাশের এলাকা সমূহে অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ খুলে দেয়ার দাবি জানাচ্ছি।

আমরা এই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতি-পূরণের ব্যাবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপিত সকল যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছেন বলেও জানানো হয়।

সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কোপে বিচ্ছিন্ন এক কর্মীর নাক
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ শেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9