চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান, সম্পাদক মুন্না

ইমরান হোসাইন ও মুনাওয়ার রিয়াজ মুন্না
ইমরান হোসাইন ও মুনাওয়ার রিয়াজ মুন্না  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ চলে। ভোট শেষে ফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসাইন (ডেইলি নিউ নেশন) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুনাওয়ার রিয়াজ মুন্না (দৈনিক প্রতিদিনের সংবাদ)।

এছাড়াও সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুস সাদাত (বাংলাদেশ নিউজ এজেন্সি); যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিনহাজুল ইসলাম তুহিন (দৈনিক আলোকিত বাংলাদেশ); অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম (দৈনিক যায়যায়দিন); প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে রায়হান উদ্দিন (দৈনিক পূর্বকোণ); কার্যনির্বাহী সদস্য পদে ইমাম ইমু (দৈনিক আজাদী) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট সাতটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ৩১ জন সদস্যের মধ্যে ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বুধবার (১৩ জানুয়ারি) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া। এছাড়া নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম।


সর্বশেষ সংবাদ