যেখান থেকে নিখোঁজ, সেখানেই পাওয়াও গেল চবির ছাত্র লাবিবকে
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১১:০৪ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২১, ১১:৩৬ PM
দুইদিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী এসএম আবরার লাবিবকে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত ৯টার পর নগরীর মা ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তবে সে সময় তার পরনের পোশাক পরিবর্তন করা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন লাবিবের ফুফাতো ভাই মো. সাদি চৌধুরী। তিনি বলেন, কিছুক্ষণ আগে লাবিবকে হাসপাতালে পাওয়া গেছে। সে বলেছে, প্রথমে সিলেট গেছে। সেখান থেকে ঢাকা যায়। তারপর আবার এখানে। কার সাথে গেছে বা কীভাবে গেছে কিছু বলতে পারছে না।
তিনি আরও বলেন, সে নিখোঁজ হওয়ার সময় যে জামা-কাপড় পরে ছিল এখন তার কিছুই নেই। বিস্তারিত আমরা পরে জানাবো।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে লাবিবকে ওই হাসপাতাল থেকে এক সপ্তাহ পর ১০ মিনিটের জন্য বাইরে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে একটি জাতীয় দৈনিকের চবি প্রতিনিধিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই জসিম উদ্দিন পরিচয় দিয়ে এক প্রতারক লাবিবকে উদ্ধার করা হয়েছে বলে জানান। এছাড়া বিশ্ববিদ্যালয় ও নগরের ডবলমুরিং থানা কর্তৃপক্ষ ওই নম্বরে যোগাযোগ করলে তাদেরও একই তথ্য জানানো হয়।
পরবর্তীতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম জানান, এস আই জসিম উদ্দিন নামে ওই পুলিশ ফাঁড়িতে কেউ কাজ করেনা। ওই ফাঁড়িতে হাত পা বাধা অবস্থায় কাউকে উদ্ধারের ঘটনাও ঘটেনি।