চবির বিভিন্ন বিভাগের পরীক্ষার সূচি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চবির বিভিন্ন বিভাগের পরীক্ষার রুটিন নিম্নরূপ

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯ সালের ৩য় বর্ষ বি.এ. (সম্মান) কোর্স নং-৩০৮ ও মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে।

সমাজতত্ত্ব বিভাগ
সমাজতত্ত্ব বিভাগের ২০১৯ সালের এম.এস.এস কোর্স নং-৫০১ থেকে ৫০৭ এবং টার্মিনাল ও মৌখিক পরীক্ষাসমূহ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে।

বাংলা বিভাগ
বাংলা বিভাগের ২০১৯ সালের ৪র্থ বর্ষ বি.এ. (সম্মান) কোর্স নং-৪০১ থেকে ৪০৮ এর পরীক্ষাসমূহ আগামী ২১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবে।

ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯ সালের ৮ম সেমিস্টার বিবিএ মিড টার্ম কোর্স নং-৪০৬ থেকে ৪০৯ এর পরীক্ষাসমূহ আগামী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবে।

পালি বিভাগ

পালি বিভাগের ২০১৯ সালের এম.এ. পরীক্ষার ফারম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এবং বিলম্ব ফিসহ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ ও ফি দাখিল করা যাবে।

ইংরেজি বিভাগ
ইংরেজি বিভাগের ২০১৮ সালের ৩য় বর্ষ বি.এ. (সম্মান) পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ পুন: নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি এবং বিলম্ব ফিসহ আগামী ২৮ জানুয়ারি তারিখ পর্যন্ত ফরম পূরণ ও ফি দাখিল করা যাবে।

ইংরেজি বিভাগ
ইংরেজি বিভাগের ২০১৮ সালের ২য় বর্ষ বি.এ. (সম্মান) পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ পুন: নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি এবং বিলম্ব ফিসহ আগামী ২৮ জানুয়ারি তারিখ পর্যন্ত ফরম পূরণ ও ফি দাখিল করা যাবে।

প্রাণিবিদ্যা বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯ সালের এম.ফিল. পরীক্ষা কোর্স নং-৬২১ ও ৬২২ এর তত্ত্বীয় পরীক্ষা যথাক্রমে আগামী ২৪ জানুয়ারি ও ৩১ জানুয়ারি তারিখ সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে।


সর্বশেষ সংবাদ