হাসপাতাল থেকে বেরিয়ে চবি শিক্ষার্থী নিখোঁজ

ছবিতে নিখোঁজ শিক্ষার্থী আবরার লাবিব ও চবি লোগো
ছবিতে নিখোঁজ শিক্ষার্থী আবরার লাবিব ও চবি লোগো  © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম আবরার লাবিব। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।

নিখোঁজ আবরার লাবিব বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। সে ক্যাম্পাসস্থ কটেজে থাকত। করোনার বন্ধের পর পরিবারের সাথে গ্রামের বাড়ি কক্সবাজার থাকে সে।

নিখোঁজ শিক্ষার্থীর ফুফাতো ভাই মো. সাদি চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গত ১৫-১৬ দিন তার বাবা করোনাক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি ছিল। সেও কিছুদিন হাসপাতালে বাবাকে দেখাশোনা করছিল। তার বাবার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকাল সন্ধ্যার পর হাসপাতাল থেকে হাটতে বের হয় লাবিব। পরে রাত ১১ টার পরেও হাসপাতালে না ফিরলে সবাই চিন্তিত হয়ে পড়ে। তার মা-বাবা সবাই হাসপাতালে থাকে, সেও হাসপাতালে থাকত।

তিনি আরও বলেন, বের হওয়ার সময় মোবাইল সাথে নেয়নি সে। গ্রামের বাড়ি, আত্মীয়দের বাড়ি ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর এখনও তার সন্ধান না মিললে আজ (বুধবার) ডবলমুরিং থানায় একটা জিডি করা হয়েছে।

এ ব্যাপারে ডবলমুরিং থানার তদন্ত কর্মকর্তা এমএম মানিক বলেন, নিখোঁজ চবি ছাত্র আবরার লাবিবের পরিবার বুধবার (৬ জানুয়ারি) সকালে থানায় জিডি করেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। দ্রুত লাবিবকে খুঁজে বের করা হবে।


সর্বশেষ সংবাদ