চবি ক্যাম্পাস থেকে কর্মচারির মরদেহ উদ্ধার

২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি বাসা থেকে মো. সালাউদ্দিন (৩০) নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চবির উত্তর ক্যাম্পাসে কর্মচারিদের পাঁচ তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করি। তাকে চেয়ারে বসা অবস্থায় পেয়েছি। আমাদের মেডিকেলের ডাক্তার পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করছেন ২৪ ঘণ্টা বা তার বেশি সময় আগে তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

তিনি বলেন, সন্দেহ করার মতো কোনো কিছু আমরা সেখানে পাইনি, তার পরিবারও সেটাই দাবি করছে। হাটহাজারি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে জানতে হাটহাজারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলমের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে চট্টগ্রামের বাইরে থাকাই এখনো বিস্তারিত অবগত নই।

এক বছরের আয়ের উৎস জানালেন হান্নান মাসউদ
  • ০১ জানুয়ারি ২০২৬
কঠিন সময়ে বিশ্বাস রাখায় লিটনকে ধন্যবাদ শামীমের
  • ০১ জানুয়ারি ২০২৬
শোক বইয়ে স্বাক্ষর জামায়াতে আমিরের, পরে তারেক রহমানের সঙ্গে …
  • ০১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে গ্রিন ইউনিভার্সিটি, আবেদন শেষ ১০ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
বিপিএল চলাকালেই আরেক তারকাকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স
  • ০১ জানুয়ারি ২০২৬
বদলি নিয়ে মাউশির চিঠি পায়নি মন্ত্রণালয়
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!