না ফেরার দেশে জাবি ছাত্র মেহেদী

২৪ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মেহেদী হাসান মৃত্যু হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করেন।

সার্জেন্ট শিবুনাথ সরকার জানান জানান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় মেহেদীদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার দেখতে পায়।

তিনি জানান, মাইক্রোবাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওই মাইক্রোবাসের যাত্রী মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। মাইক্রোবাসের অপর আরোহীদের স্থানীয় ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে মেহেদীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা মেহেদীর আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬