এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস: ঢাবিতে দিনব্যাপী ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মিলন মেলা

০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:০০ PM
এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস

এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস © টিডিসি সম্পাদিত

দেশের ফিশারিজ সেক্টর তথা মৎস্য খাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধি ও তরুণদের আকৃষ্ট করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘এফএসবি-ইয়ং ফিশারিজ স্টুডেন্টস কংগ্রেস-২০২৫’। দিনব্যাপী এই মিলন মেলার আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়েছে।

এরপর কার্জন হল প্রাঙ্গণে ক্যারিয়ার মেলা ও প্রোডাক্ট শোকেসিংয়ের ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরবর্তীতে দুপুরের পর ফিশারিজ বিভাগে সম্মেলনের প্রবন্ধ উপস্থাপন করা হয়।

আয়োজকরা জানায়, সম্মেলনে মূল প্রবন্ধ ও কারিগরি প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, ক্যারিয়ার মেলা, প্রোডাক্ট শোকেসিং এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসব আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের মৎস্য খাতের উন্নয়নের জন্য যুগোপযোগী গবেষণায় শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি প্রদান ও অনুপ্রেরণা প্রদান করা।

কার্জন হল প্রাঙ্গণে ক্যারিয়ার মেলা ও প্রোডাক্ট শোকেসিং

দেশের মৎস্য খাতকে টেকসইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে শিক্ষার্থীদের ইনোভেশন ও এন্টারপ্রেনারশিপের বিষয়ে উদ্বুদ্ধ করতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

‘Fisheries Students: The Future Leaders in Innovation and Entrepreneurship’ প্রতিপাদ্য নিয়ে এই কনফারেন্সের উদ্বোধনী সেশনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ (এফএসবি) এবং বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ এসোসিয়েশন (বিএফইএ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

ক্যারিয়ার মেলা ও প্রোডাক্ট শোকেসিংয়ের ফিতা কেটে উদ্বোধন

ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী এবং বিএফইএ-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া উদ্বোধনী শেষে সমাপনী সেশনের সভাপতিত্ব করেন ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে এ সময় বলেন, এ খাতের উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাবিদ, গবেষক ও প্র্যাকটিশনারদের মধ্যে দূরত্ব কমাতে হবে। জাতীয় স্বার্থে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধিতে এ ধরনের অনুষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্মেলনের উদ্বোধনী সেশন

মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, এটি মূলত একটি হাইব্রিড কনফারেন্স। এখানে ইন্ডাস্ট্রি একাডেমির মিলন মেলা হচ্ছে। মূলত এটি প্রফেশনালিজম ডেভেলপ করার জন্য ফিশারিজ সেক্টরে একটি অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠানে

তিনি আরও েবলেন, অনেক গ্র্যাজুয়েট ও তরুণ চাকরিপ্রার্থী ফিশারিজ সেক্টরে পড়াশোনা করলেও এই পেশার প্রতি আকৃষ্ট হতে পারে না। ফলে অন্য সেক্টরে চলে যায়। এছাড়া এ খাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন বৃদ্ধিতে আজকের কনফারেন্সটি আয়োজিত করা হয়েছে।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9