ঢাবিতে ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ PM
ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ‘Data-Driven Solutions: Unlocking New Possibilities’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. তামান্না হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসনুবা বিনতে ফরাজী ও হুমায়রা মাহজেবিন তুরিন।

সম্মেলনে মূল প্রবন্ধ ও কারিগরি প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পরিসংখ্যানগত লার্নিং, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল পদ্ধতি এবং বাস্তব সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পদ্ধতিগত উদ্ভাবন, নৈতিক ডেটা ব্যবহার এবং আন্তঃবিষয়ক সহযোগিতা নিয়ে গবেষকগণ আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন এবং টেকসই উন্নয়নে পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান চাহিদার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ডাটা সায়েন্সের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। সমাজের বৃহত্তর কল্যাণে এই খাতে গবেষণা আরও জোরদার করা জরুরি। 

সম্মেলনে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের সম্মেলন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পরিসংখ্যান ও ডেটা সায়েন্স শিক্ষার সঙ্গে বৈশ্বিক চাহিদার সেতুবন্ধন তৈরিতেও এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9