রাকসুর নতুন ওয়েবসাইট চালু

ওয়েবসাইট চালু
ওয়েবসাইট চালু  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) শিক্ষার্থীদের অভিযোগ, পরামর্শ ও বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো একটি সমন্বিত যোগাযোগ ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকে সহজেই অভিযোগ জানাতে পারবেন, পাশাপাশি বিভিন্ন সেবাবিষয়ক পরামর্শ ও তথ্যও পাবেন।

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ এই ওয়েবসাইট ব্যবহারের জন্য উদ্বোধন করেন। ওয়েব-সাইটটিতে রয়েছে অভিযোগ দাখিল, জরুরি সহায়তা, অ্যাকাডেমিক সমস্যা জানানো, পরামর্শ প্রদান, বিভিন্ন নোটিশ পাওয়াসহ একাধিক সুবিধা। ফলে শিক্ষার্থীদের ও রাকসুর মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটি অত্যন্ত ব্যবহারবান্ধব, যার মাধ্যমে যেকোনো শিক্ষার্থী খুব সহজেই প্রয়োজনীয় সেবা, পরামর্শ এবং অভিযোগ দাখিলের সুবিধা পাবেন।

তিনি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরামর্শ ও অভিযোগ প্রদানের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অযৌক্তিক, ভিত্তিহীন বা বিবেচনাহীন তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার অনুরোধ করছি।

তিনি আরও জানান, খুব শিগগিরই ওয়েবসাইটটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হবে।

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সুদীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার পর আমরা যে ইশতেহার ঘোষণা করেছিলাম, তার অন্যতম প্রতিশ্রুতি ছিল এ ওয়েবসাইট তৈরি। আমরা এক বছরের জন্য দায়িত্ব পেয়েছি, এবং এ সময়ের মধ্যেই ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ইশতেহারের ধারাবাহিকতায় রাকসুর সহকারী তথ্য ও গবেষণা বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যাতে রাকসু প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আরও দ্রুত, সহজ ও কার্যকর সংযোগ স্থাপন করা যায়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরামর্শ, মতামত ও প্রয়োজনীয় তথ্য সহজেই আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন।


সর্বশেষ সংবাদ