বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করলেন ঢাবির আইন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮:১৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ৫০তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিচারিক কার্যপ্রণালি সরাসরি পর্যবেক্ষণের লক্ষ্যে আদালত পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত এ কার্যক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন আদালতে মামলা পরিচালনা, বিচারিক প্রক্রিয়া ও আদালতের কর্মপরিবেশ ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পান।
মূলত আইনের তত্ত্বীয় অধ্যয়নের সঙ্গে বাস্তবিক প্রয়োগ নিরীক্ষণের লক্ষ্যে আইনের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে আদালত পরিভ্রমণে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আইন ৫০তম ব্যাচের শতাধিক শিক্ষানবিশের উপস্থিতিতে কার্যক্রমটি পরিচালিত হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে আইন বিভাগের লেকচারার মো. জাহিদ আল মামুন সক্রিয় ভূমিকা পালন করেন। তার কর্মপরিকল্পনা অনুসরণ করে সমগ্র উপলক্ষ বাস্তবায়িত হয়।
আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সৌজন্য শুভেচ্ছাবাণী দিয়ে এই যাত্রা আরম্ভ ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে শহিদ মিনার থেকে দুটি বাসে সম্মিলিত দল রওনা হয় জেলা ও দায়রা জজ আদালতের উদ্দেশ্যে।
আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীরা ১১টি দলে বিভক্ত হয়ে বিভিন্ন আদালতে পর্যবেক্ষণে যুক্ত হয়। এর মধ্যে মহানগর দায়রা জজ আদালত ও অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতসমূহ অন্তর্ভুক্ত ছিল। আদালতের মধ্যকার বিচারিক কার্যক্রম চলাকালীন মহামান্য বিচারকরা মামলা পরিচালনার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় আইনানুগ বাস্তবতা তুলে ধরেন। কোর্ট শেষে বিকেলে বিজ্ঞ বিচারকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেন। এতে কোর্টের পক্ষ থেকে বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ আলোচনায় বিজ্ঞ জজ, শিক্ষক, শিক্ষার্থীর মধ্যে প্রশ্নোত্তর ও আলাপচারিতার মাধ্যমে ভবিষ্যতে বিচার বিভাগে আইন-নবিশদের অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয় এবং এরূপ কোর্ট ভিজিট ভবিষ্যতে আরও আয়োজন করার অনুপ্রেরণা দেওয়া হয়।