নির্ধারিত সময়ে আগামী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সাদিক কায়েম

১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৫ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন, নির্ধারিত সময়ে আগামী ডাকসু নির্বাচনের তাফসিল ঘোষণা হবে এবং নির্বাচন হবে। এভাবে প্রতিবছর ডাকসু নির্বাচন চলতে থাকবে। যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, যেভাবে রেগুলার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি হয় একইভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে। 

বুধবার (১২ নভেম্বর) ডাকসুর বর্তমান কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকা দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে আজকের সভাটি একটি ঐতিহাসিক সভা কারণ, স্বাধীনতার পরে বাংলাদেশে আজ পর্যন্ত মাত্র সাতবার ডাকসু হয়েছে। এই ডাকসুকে সবসময় অকার্যকর রাখা হয়েছে ছাত্র সংসদ নির্বাচন যেন না হয় তার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। 

তিনি বলেন, বিপ্লব পরবর্তী যতগুলো মিটিং করেছি আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আগামী ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথাগুলো বলবে। ডাকসু নির্বাচনের সময় আমাদের ইশতেহার ছিল ডাকসু নির্বাচনকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে চাই এবং সে আলোকে আজকে আমাদের যে কার্যনির্বাহী সভায় প্রথম এজেন্ডাই ছিল ডাকসু নির্বাচনকে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করা। ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নিয়াজ আহমদ খানসহ ডাকসুর ২৮ জন ছাত্র প্রতিনিধি সবাই একমত হয়েছে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে হবে।

ডাকসু ভিপি বলেন, নির্ধারিত সময়ে আগামী ডাকসু নির্বাচনের তাফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতিবছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয় যেভাবে রেগুলার অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি হয় একইভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে।

সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তা উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাস হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে নেতৃত্ব দিবে।

পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9