ঢাকা বিশ্ববিদ্যালয়

হলের ভিপির বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ PM
কবি সুফিয়া কামাল হল

কবি সুফিয়া কামাল হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন চালু রাখার বিনিময়ে মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে। তবে হল প্রভোস্ট বলছেন, এ ধরনের অভিযোগ অবিশ্বাস্য। ওই হলে আবাসিক ছাত্রীদের জন্য দুটি ক্যান্টিন রয়েছে।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর একটি ক্যান্টিনের মালিককে নানা অভিযোগে ক্যান্টিন ছাড়তে হয়। অন্য ক্যান্টিনটির মালিকানা টিকিয়ে রাখতে মালিকের কাছ থেকে দুই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে ভিপি সানজানা চৌধুরী রাত্রির বিরুদ্ধে।

এ বিষয়ে ওই ক্যান্টিনের মালিক আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি সুফিয়া কামাল হলের দ্বিতীয় তলার ক্যান্টিন পরিচালনা করতাম। পরে হল সংসদের ভিপি সানজানা দীর্ঘদিন ধরে আমাদের ভালোভাবে ক্যান্টিন পরিচালনা করার পরামর্শ দিতেন। পরে একদিন বলছে আপনি অন্য ক্যান্টিন দেখেন, ক্যান্টিন টিকিয়ে রাখতে হলে দুইলাখ টাকা লাগবে।

আব্দুল্লাহ আরও বলেন, টাকা দেয়ার জন্য একমাস সময় দেন ভিপি। যদি একমাসের মধ্যে টাকা দিতে পারি তাহলে ক্যান্টিন পরিচালনা করতে পারব। নয়তো পারব না। আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাব। আমি ওনাকে বলেছি আমার যতটুকু অ্যাবিলিটি আছে সর্বোচ্চ চেষ্টা করব।

তবে অভিযোগ অস্বীকার করে সানজানা চৌধুরী রাত্রি বলেন, এমন কোনো কিছুই হয়নি। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা হলের ক্যান্টিনসহ অন্যান্য দোকানগুলোতে অভিযান পরিচালনা করি এবং সত্যতা প্রমাণিত হয়। সকল অভিযোগের প্রমাণসহ হল প্রশাসনের কাছে জমা দেই। হল প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে জানায়। এখন হল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানার পর থেকে আমাকে ও হল সংসদকে নৈতিকভাবে হেয় করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

তিনি বলেন, হল সংসদ ক্যান্টিন থাকবে কি থাকবে না সেই এখতিয়ার রাখে না। আমরা যখনই হল প্রশাসন ও হল সংসদকে সাথে নিয়ে ক্যান্টিন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তখনই একটা পক্ষ আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে। আমার মনে হয় যারা পরিবর্তনকে পছন্দ করছে না অথবা শিক্ষার্থীদের ভালো চায় না তারাই এ ধরনের প্রপোগান্ডা ছড়াচ্ছে। তাছাড়া ক্যান্টিন মালিকের সঙ্গে আমার এ ধরনের কোনো কথাই হয়নি।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সালমা নাসরীন জানান, আমি দুই লাখ টাকার ব্যাপারে কিছু জানি না। তবে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।  আমি হল সংসদের সভাপতি ও আমি হল সংসদের প্রতিনিধিদের সাথে মিটিং করে সিদ্ধান্ত নেব ক্যান্টিন মালিক থাকবে কি থাকবে না। এখানে চাঁদা দাবি করার কোনো প্রশ্নই উঠে না।

তিনি বলেন, প্রথম ক্যান্টিন মালিককে আমরা নিয়ম অনুযায়ী বাদ দিয়েছি এবং নতুন একজনকে ভাড়া দিয়েছি। কিন্তু আরেকটি ক্যান্টিনের মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমার উপস্থিতিতে ক্যান্টিন মালিককে ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছি কিন্তু তার খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি বলে আবার অভিযোগ উঠেছে । তাই আমি ক্যান্টিন পরিবর্তনের নোটিশ দিয়েছি।

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9