দুর্গাপূজায় ঢাবি শিক্ষার্থী ও অতিথিদের মানতে হবে যেসব নির্দেশনা 

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ PM
ঢাবির জগন্নাথ হলের পূজা

ঢাবির জগন্নাথ হলের পূজা © টিডিসি সম্পাদিত

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য ১০ টি ও অতিথিদের জন্য ১৫ টি নির্দেশনা দিয়েছে হল পূজা উদযাপন কমিটি। শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিটির সভাপতি ও আহ্বায়কের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি : 

১. শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে।

২. জগন্নাথ হলের আবাসিক/অনাবাসিক সকল শিক্ষার্থীকে সার্বক্ষণিক পরিচয়পত্র সাথে রাখতে হবে।

৩. জগন্নাথ হল প্রশাসন প্রদত্ত কার্ড ব্যতীত মোটরসাইকেল নিয়ে হলে প্রবেশ করা যাবে না।

৪. বিশেষ প্রয়োজন ব্যতিরেকে উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না।

৫. উপাসনালয়ে/হল প্রাঙ্গণ সকল ধর্ম-বর্ণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে এবং কোনো ধর্মের প্রতি বিরূপ বিরূপ মন্তব্য করা যাবে না।

৬. উপাসনালয়ে/হল প্রাঙ্গণ দেশ ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না।

৭. হল প্রশাসনের অনুমতি ব্যতীত ভবনে/রুমে কোনো অতিথি নিয়ে প্রবেশ করা যাবে না।

৮. হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতসবাজি, ফানুস ইত্যাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৯. হল প্রাঙ্গণে নির্ধারিত স্থান/লাল রঙের বিন ব্যতীত কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

১০. পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (মি. মিঠুন কুমার সাহা, ০১৯২০৯৫৫৪৪৫; মি. উচিৎলয়েন, ০১৭২৩৮১৬২২৫, অধ্যাপক ড. শিমুল হালদার ০১৭১৬৪১৮৫৯৫) জানাতে হবে।


 আগত অতিথিবৃন্দের জন্য নির্দেশনাবলি:

১. শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সর্বদা বজায় রাখতে হবে।

২. বিশেষ প্রয়োজন ব্যতিরেকে উপাসনালয়ের মূল বেদীতে ওঠা যাবে না।

৩. মন্দির/হল প্রাঙ্গণে সকল ধর্ম-বর্ণ-শ্রেণি পেশার দর্শনার্থীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।

৪. উপাসনালয় বা হল প্রাঙ্গণে রাষ্ট্র বা ধর্মবিরোধী কোনো বক্তব্য/মন্তব্য করা যাবে না।

৫. হল প্রশাসনের যথাযথ অনুমতি ব্যতীত কোনো অতিথি শিক্ষার্থীদের ভবনে/রুমে প্রবেশ করতে পারবে না।

৬. হল প্রাঙ্গণে কোনো প্রকার যানবাহন নিয়ে প্রবেশ করা যাবে না। হাইকোর্ট ও বকশীবাজার দিয়ে আগত অতিথিবৃন্দের যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় খেলার মাঠে (দোয়েল চত্বর সংলগ্ন) পার্কিং করবেন।

৭. নিরাপত্তা ব্যবস্থাপনা ও তল্লাশির প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীকে সহযোগিতা করতে হবে।

৮. আগত দর্শনার্থীদের অবশ্যই হলের দক্ষিণ দিকের গেট (বুয়েট সংলগ্ন) বা উত্তর দিকের গেট (টিএসসি সংলগ্ন) দিয়ে প্রবেশ করতে ও বের হতে হবে।

৯. দক্ষিণ দিকের গেট সংলগ্ন অতিথি কক্ষে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্নারে মায়েরা প্রয়োজনে দুগ্ধপান করাতে পারবেন।

১০. হলের মধ্যে পার্টি স্প্রে, গ্যাস বেলুন, আতসবাজি, ফানুস ইত্যাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

১১. হল প্রাঙ্গণে নির্ধারিত স্থান/লাল রঙের বিন ব্যতীত কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

১২. প্রণামী/অনুদান উপাসনালয়ের নির্দিষ্ট প্রণামী বক্স বা তথ্যকেন্দ্রে প্রদান করতে পারবেন।

১৩. হলের অভ্যন্তরে কোনো প্রকার ধূমপান, এলকোহল জাতীয় পণ্য বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য বহন বা সেবন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

১৪. পূজা প্রাঙ্গণ পরিদর্শন শেষে হলের অভ্যন্তরে অপ্রয়োজনীয় অবস্থান না করে দ্রুততম সময়ে হল ত্যাগ করতে হবে। রাত ১০.০০ টার মধ্যে অতিথিবৃন্দকে জগন্নাথ হল প্রাঙ্গণ ত্যাগ করতে হবে।

১৫. পূজা প্রাঙ্গণে সন্দেহভাজন কাউকে দেখলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (মি. মিঠুন কুমার সাহা, ০১৯২০৯৫৫৪৪৫; মি. উচিংলয়েন, ০১৭২৩৮১৬২২৫, অধ্যাপক ড. শিমুল হালদার ০১৭১৬৪১৮৫৯৫) জানাতে হবে।

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া যেভাবে দেখছে কলকাতার ক্রিকেট …
  • ১৪ জানুয়ারি ২০২৬
কমিটি বাতিল করলেন আ. লীগ সংশ্লিষ্টতায় বহিষ্কৃত নেতারা, নিন্…
  • ১৪ জানুয়ারি ২০২৬
খানমরিচ ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী সাইবার দলের নেতৃত্বে আনোয়া…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সর্বশেষ অগ্রগতি জানাল এনটিআরসিএ
  • ১৪ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেল স্বতন্ত্র প্রার্থী শিম…
  • ১৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9