জাবিতে র‍্যাগিংবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মীর উদ্যোগে র‍্যাগিংবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও বিভাগ সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাগিংবিরোধী ফেস্টুন লাগানো হয়, যেখানে লেখা ছিল ‘র‍্যাগিং একটি আইনত দণ্ডনীয় অপরাধ’, ‘Ragging is a Crime’, ‘Say no to Ragging’, ‘Zero tolerance for Ragging’ ইত্যাদি।

এ সময় নেতাকর্মীরা জানান, শিক্ষাঙ্গনে ভয়ভীতি, মানসিক নির্যাতন ও হুমকির মতো অপসংস্কৃতির জায়গা নেই। নতুন শিক্ষার্থীরা যেন একটি নিরাপদ, সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শিক্ষা জীবন শুরু করতে পারে, সে লক্ষ্যে এই জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হ্যাপি আক্তার শিলা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক ও প্রেরণাদায়ক সম্পর্ক হওয়া উচিত। কিন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচয় পর্ব নামে র‍্যাগিং বা হেনস্তার কালচার চালু ছিল তা আর ফেরতে দেব না। যারা নবীন শিক্ষার্থী ক্যাম্পাসে এসেছেন তাদের আর আমরা র‍্যাগিং কালচারে পড়তে দেব না। আমরা চাই সিনিয়র ও জুনিয়রদের মধ্যে একটি সহযোগিতামূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘র‍্যাগিং কোনোভাবেই শিক্ষার অংশ হতে পারে না। এটি একটি মানসিক নির্যাতন, যা নতুন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নষ্ট করে, অনেক ক্ষেত্রে তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত করে। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় হচ্ছে একে অপরকে সহযোগিতা করার, একে অপরকে সম্মান করার জায়গা এখানে ভয় দেখিয়ে, অপমান করে ‘বরণ’ করার কোনো সংস্কৃতি চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ। আমরা চাই, নবীন শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে এসে আতঙ্কিতনা হয়, ভালোবাসা ও বন্ধুত্বের স্পর্শ পায়। আমাদের বিশ্বাস, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ। তাই এই ধরনের কর্মসূচির আয়োজন।’

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9