জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জোবাইক লিমিটেডের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে আগামী অক্টোবর মাস থেকে ফের চালু হচ্ছে জোবাইক।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর জন্য গঠিত কমিটির সঙ্গে জোবাইক লিমিটেডের প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে জোবাইক সেবা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী রেজা জানান, আগামী অক্টোবর থেকে ৫০টি সাইকেল নিয়ে এই সেবা শুরু হবে। ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ২০০-তে উন্নীত করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মো. মাজহারুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু তালহা।
এছাড়াও জোবাইক সেবা প্রদান করা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেদী রেজা ও চীনা বিনিয়োগকারীরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীসহায়ক পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট। ইতোমধ্যেই ক্যাম্পাসে লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত ইলেকট্রিক কার্ট চালু হয়েছে এবং শিগগিরই এর সংখ্যা আরো বাড়ানো হবে। এর পাশাপাশি জোবাইকের সাইকেল সার্ভিসও দ্রুত চালু করা হবে।’