সিদ্ধান্তে অসন্তুষ্ট
মরা ও পচা মুরগির মাংস বিক্রির দায়ে ঢাবিতে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের একটি দোকানের খাবারে মরা ও পচা মুরগির মাংস পাওয়ায় অভিযুক্ত দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের খাবারে হলের পুকুর পাড়ে মো. সেলিমের মালিকানাধীন দোকানে পচা ও মরা মুরগির মাংস পাওয়া যায়।
পরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানিয়ে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিনা নোটিশে অভিযুক্ত দোকানির দোকানের ভাড়ার চুক্তিপত্র বাতিল করবেন বলে জানানো হয়েছে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এসময় হল সংসদের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
আরও পড়ুন: চাকসু নির্বাচনও পেছাল
এদিকে তার স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের পুকুর পাড়ে জনাব মো. সেলিমের মালিকানাধীন দোকানে দুপুরের খাবারে পচা ও মরা মুরগির মাংস পাওয়া যায়। হলের প্রাধ্যক্ষ, হাউজ টিউটর, হল ছাত্র সংসদের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের সামনে দোকান মালিক এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তাই হল প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে ওই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হল। পরবর্তীতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হল প্রশাসন বিনা নোটিশে এই দোকানের ভাড়ার চুক্তিপত্র বাতিল করবে বলে নোটিশে বলা হয়েছে।
হল প্রশাসনের এমন সিদ্ধান্তে অসন্তুষ্টি দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে। এ নিয়ে চলছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফেসবুক গ্রুপে আলোচনা-সমালোচনা চলছে। সাব্বির আহমেদ সোহান নামে একজন মন্তব্য করেছেন, এরকম জঘন্য কাজের পর মাত্র ১০ হাজার টাকা জরিমানা! আর চুক্তিপত্র বাতিল হয়নি! মো. তানভীরুজ্জামান নামে আরেক শিক্ষার্থী মন্তব্য করেছেন, এই জঘন্য এবং নর পৈশাচিক কাজ করার পর ওয়ার্নিং ছাড়াই চুক্তিপত্র বাতিল এবং পুলিশে দেয়া উচিত ছিল। এর থেকে জঘন্য কাজ আর কিবা হতে পারে!