ফল ঘোষণার পর হল প্রভোস্টের ফোন—‘তুমি জয়ী হওনি, গণনায় ভুল হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে শহীদ রফিক-জব্বার হলে ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পদে প্রথমে আশরাফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলেও কিছুক্ষণ পর হল প্রভোস্ট অধ্যাপক আব্দুস সাত্তার জয় মোবাইল ফোনে তাকে জানান, গণনায় ভুল হয়েছিল তুমি বিজয়ী হওনি।

ভোট গ্রহণের দীর্ঘ ৪৫ ঘণ্টা পর ভোট গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচ টায় শুরু হয় ফলাফল ঘোষণা করা হয়। এতে শহীদ রফিক-জব্বার হল সংসদে ডাইনিং ও ক্যান্টিন পদে আশরাফুল ইসলাম ১৩২ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হলেও প্রকৃতপক্ষে তিনি পেয়েছেন ৯২ ভোট।

আশরাফুলের নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান রিফাত (১২৯), মো. ইউসুফ (১২৫) ও মো. আবু সায়েম (১২৩)। প্রথম ঘোষণা অনুযায়ী চার প্রার্থীর ভোট দাঁড়ায় ৫০৯টি। কিন্তু হলের মোট কাস্টিং ভোটের সংখ্যা ৪৬৯ টি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক আব্দুস সাত্তার জয় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এখানে গণনায় ভুল হয়েছে। আমরা অনুতপ্ত। মূলত দুই টালিতে ভোট গণনা হয়েছে। সেখানে চার সংখ্যাকে ইংরেজির আট ভেবে গণনা করা হয়েছে। তাই এমন ভুল হয়েছে।‘

আশরাফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ঘোষণায় আমি জয়ী হয়েছিলাম। পরে হল প্রভোস্ট মোবাইল ফোনে জানান গণনায় ভুল হয়েছে। আমি ৯২ ভোট পেয়েছি, জয়ী হতে পারিনি। এত সময় নিয়েও ফলাফলে ভুল হওয়া দুঃখজনক। একবারে নির্ভুল ফলাফল প্রকাশ সমুচিত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence