ডাকসু-রাকসুতে স্বচ্ছ ব্যালট বাক্স নয় কেন, ব্যাখ্যা পাওয়া গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট বাক্স কেন স্টিলের দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জাতীয় নির্বাচনের মত কেন স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়ার হয়নি এমন প্রশ্ন নেটিজেনদের মনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও একই পদ্ধতিতে স্টিলের বাক্সে নেওয়া হবে ভোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যেই ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স প্রস্তুত করতে দিয়েছে।
স্টিলের পরিবর্তে কেন এ নির্বাচনে স্বচ্ছ বাক্স ব্যবহার করা হচ্ছে না এর ব্যাখ্যা দিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি কথা বলেন।
অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনে ইস্পাতের ব্যালট বাক্স ব্যবহার করা হবে। অনেকগুলো প্রতিষ্ঠানকে ডেকেছিলাম। কিন্তু স্বল্প সময়ে একটি প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারবে না বিধায় কয়েকটি প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দিয়েছি। মোট ১০২টি ব্যালট বাক্স করা হবে। প্রতিটি বাক্স করতে আমাদের খরচ হবে তিন হাজার চারশ টাকা করে।
তিনি আরও বলেন, আমাদের ব্যালট পেপার যেহেতু ভাজ করা যাবে না, তাই বাক্স যদি স্বচ্ছ হয় তাহলে ভোটাররা কাকে কাকে ভোট দিচ্ছে সেটা বাহির থেকে দেখা যাবে। তাই ইস্পাতের বাক্স করতেছি। আমরা এমন একটি কাজ করে দিয়ে গেলাম, যা বছরের পর বছর কাজে লাগবে বিভিন্ন নির্বাচনে।
এদিকে রাকসুর আজ চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে। এই দিন থেকেই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাতে পারবেন। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।
কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত নয়টি প্যানেল হলো ছাত্রদল মনোনীত ‘আবীর-জীবন-এষা’ পরিষদ, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র্যাডিক্যাল চেইঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১’, ‘অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।