পদত্যাগ করেছেন জাকসুর নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

সংসবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার
সংসবাদ সম্মেলনে কথা বলছেন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাবি) নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলা ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। পরে বিস্তারিত লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর ও সাংবাদিকদের জানানো হবে। আমি অনেক অনিয়ম দেখেছি যা আর গ্রহণ করতে পারছি না।

ব্যর্থতার দায়ভার আমাকে অনেক পীড়া দিয়েছে। আমি অনেক অনিয়ম দেখেছি যা আর গ্রহণ করতে পারছি না। আমার কিছু সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে দায়ভার নিয়ে পদত্যাগ করছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ১৮টি হলের ভোট গণনা শুরু হয়ে আজ সন্ধ্যার দিকে শেষ হয়েছে। পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। প্রায় ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিনেট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এবারের নির্বাচনে ১১ হাজার ৮৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে নানা অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!