জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল-সমর্থিত প্যানেল ভোট বর্জন করার পরও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক প্রেস ব্রিফিংয়ে ভোট বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় সহসভাপতি (ভিপি), যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনী কারচুপির মাধ্যমে শিবির-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে চাইছে। এজন্য ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম জামায়াত সংশ্লিষ্ট একটি কোম্পানি থেকে সরবরাহ করা হয়েছে বলেও দাবি করেন তারা।
ছাত্রদল আরও অভিযোগ করে, ১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রশিবির-সম্পৃক্ত ছাত্রীদের দ্বারা জাল ভোট দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচনী ব্যবস্থাপনায় পক্ষপাতদুষ্টতা এবং অনিয়মের অভিযোগ তুলে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তবে ছাত্রদলের এই বর্জনের মধ্যেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, মীর মশাররফ হোসেন হলসহ ছাত্রী হলগুলোতেও শিক্ষার্থীরা শেষ সময় পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দেন।
ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে কিছু কেন্দ্রে কম ভোট পড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ফলে নির্ধারিত সময়ের পরও কিছু হলে ভোট গ্রহণ চলেছে। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।