আমরা অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চাচ্ছি না : বাগছাসের জিএস প্রার্থী

১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ PM
জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম

জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম © টিডিসি সম্পাদিত

বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস প্রার্থী আবু তৌহিদ সিয়াম বলেন, ‘৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, যা আমাদের আন্দোলনের ফসল। আমরা এখানে অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করতে চচ্ছি তা নয়। আমরা নির্বাচন কমিশনকে বার্তা দিতে চাই, এখনো সময় আছে আপনারা সোজা হয়ে যান। আগামী তিন-চার ঘণ্টা সময় ঠিকমতো ভোট কাস্ট করেন। যতই কূটচাল করা হোক, শিক্ষার্থীরা তা নসাৎ করবে।’

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

সিয়াম বলেন, ‘ঢাকার শিক্ষার্থীদের জন্য সকাল ৮টায় মাত্র একটি বাস দিয়েছে জাবি প্রশাসন। যেসব শিক্ষার্থী অন্য সময় ভোট দিতে আসবে তাদের জন্য ট্রন্সপোর্টের কোনো ব্যবস্থা রাখা হয়নি। শিক্ষার্থীদের চাপে পরবর্তীতে ১০টায় আরেকটি বাস দেয়। এতেই বোঝা যায় নির্বাচন কমিশন এবং অনেক গোষ্ঠী চায় না শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে ভোট দিক, যেটার মাধ্যমে তাদের ষড়যনন্ত্র নস্যাৎ হয়ে যেতে পারে।’
 
তিনি আরও বলেন, ‘ব্যালট পেপার এবং ওএমআর মেশিন জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে কেনা হয়েছে। আবার সেই দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে এক্সিস্ট করে। তাই নির্বাচনে কারচুপি নিয়ে আমাদের সন্দেহের তৈরি হওয়া খুবই স্বাভাবিক। কারণ তাদের দলের কোম্পানির ব্যালট পেপার আরও বেশি ছাপিয়ে শিক্ষার্থীদের আগে দেয় নাই সেটার প্রমাণ আমরা কীভাবে পাবো।’
 
নির্বাচনী সরঞ্জাম কেনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে বাগছাসের জিএস প্রার্থী বলেন, ‘এই ব্যালট পেপার ও ওএমআর মেশিন কেনাকে কেন্দ্র করে ১০/১২ দিন ধরে প্রার্থিতা বাতিল করা, একদিন আগে ডোপ টেস্ট দেয়া, আচরণ বিধির নামে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সভা-সেমিনার না করতে দেয়া সবকিছুরই ধারাবাহিকতা নিয়ে আমরা সন্দেহ পোষণ করছি।’
 
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা হলে হলে অবস্থান করছেন বলেও অভিযোগ করেন সিয়াম।

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ২৩ জানুয়ারি ২০২৬
বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চাইছে: স্বতন্ত্র প্রার্থী…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
আমি শাসক বা প্রশাসক হতে আসিনি, আপনাদের সেবক হতে এসেছি: ডা. …
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে ও পরে অনলাইনে নজরদারি করবে সিআইডি
  • ২৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছি…
  • ২৩ জানুয়ারি ২০২৬