হাতে গোনা হবে জাকসুর ভোট, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে  © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনে ভোট গণনার কথা থাকলেও এখন তা ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে। ছাত্রদল আবেদন করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, যেহেতু ডাকসু নির্বাচনে মেশিনে ভোট গণনা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে সকল ভোট হাতে গণনা করা হবে।

জানা গেছে, ভোটগ্রহণ শেষে মেশিনে স্ক্যানিংয়ের মাধ্যমে ভোট গণনার কথা ছিল। তবে ছাত্রদল সমর্থিত প্যানেলের দাবির মুখে ম্যানুয়ালি বা হাতে গণনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরে দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি জানিয়েছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব। তিনি বলেন, শুধু ম্যানুয়ালি ভোট গণনা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। সেজন্য দুই পদ্ধতিতেই ভোট গণনার দাবি তাঁর।

আরও পড়ুন: ভোটার ২৯৩, ব্যালট পেপার পাঠানো হয়েছে ৪০০— অভিযোগ শিবির প্রার্থীর

এর আগে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, রাত থেকে ছাত্রশিবির ও ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দিতে চেষ্টা করছে প্রশাসন। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট কোম্পানি থেকে আনা। আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’ ভোট ম্যানুয়ালি গণনা করার দাবি জানান তিনি। পরে সংবাদ সম্মেলনে ছাত্রদলের এ নেতা বলেন, তাদের দাবি মেনে নিয়ে ভোট ম্যানুয়ালি গুনবে প্রশাসন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!