ভিসি-প্রক্টরকে কিসের অভিনন্দন জানালেন কাদের?

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ AM
ভিপি প্রার্থী আব্দুল কাদের

ভিপি প্রার্থী আব্দুল কাদের © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য  অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে দিনভর নাটকীয়তা ও ফলাফল ঘোষণা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই এমন তথ্য জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাবি শাখার এই সভাপতি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি। পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভ কামনা, শিক্ষার্থীদের জন্য শুভ কামনা। ঢাবি এবং দেশের মানুষের যেকোনো সঙ্কটকালে আমি আছি, যেমনটা বিগতদিনে ছিলাম।’ পোস্টের শেষে মুষ্টিবদ্ধ হাতের একটি ইমোজিও শেয়ার করেছেন কাদের।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ চলে। বিকাল ৫টার দিকে ভোট গণনা শুরু হয়। বড় ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই নির্বাচন শেষ হলেও দিনভর ছিল নানান নাটকীয়তা। বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনাও ছিল ব্যাপক। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছিল আচরণবিধি লঙ্ঘনের।

ভোটগ্রহণ চলাকালে ‘ছাত্রদল-শিবির, জামাত বিএনপি'র ক্ষমতা ভাগাভাগি হয়েছে’ বলে অভিযোগ করেছিলেন আব্দুল কাদের। ওই সময়ে তিনি আরও বলেছিলেন, ‘ছাত্রদল-শিবির, জামাত বিএনপির ক্ষমতা ভাগাভাগি হয়েছে আজকে, ছাত্রসংসদ নির্বাচন হয়নি। এই দুই দলের ক্ষমতা ভাগাভাগির কাজে লিপ্ত ছিল ভিসি-প্রক্টর এবং প্রভোস্ট-ডিনরা। অথচ এই ভিসি-প্রক্টর-ডিন-প্রভোস্ট সবগুলোই শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে চেয়ারে বসেছে। চেয়ারে বসে শিক্ষার্থীদের দিকটা জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক দলের গোলাম হয়ে তাবেদারি করছে।’

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9