সাদিককে নিয়ে যা লিখলেন জুলকারনাইন সায়ের

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ AM
সাদিক কায়েম ও জুলকারনাইন সায়ের

সাদিক কায়েম ও জুলকারনাইন সায়ের © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে ভূয়সী প্রশংসা করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। নিজ প্রয়োজনে সাদিক কায়েমকে ব্যবহার না করার জন্য সকলকে অনুরোধও করেছেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া তিনটায় ফেসবুক ইনফ্লুয়েন্সার সাদিকুর রহমান খানের পুরনো একটি পোস্ট শেয়ার করে সায়ের এসব কথা লিখেছেন।

জুলকারনাইন সায়ের লিখেছেন, ‘সাদিক তাঁর নিজ যোগ্যতায় এতদূর পর্যন্ত এসেছে। আমি যখন তাঁকে স্নেহের সাদিক বলে পরিচয় করাই, তখন অনেক কটু কথাই আমাকে শুনতে হয়েছে। কিন্তু আজ সাদিক প্রমাণ করেছে তাঁর বিষয়ে আমি এতটুকুও বাড়িয়ে বলিনি। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সাদিককে তাঁর মতোই থাকতে দিন। তোষামোদ বা অহেতুক স্তুতি বা নিজ প্রয়োজনে তাঁকে ব্যবহার করে ছেলেটার আত্মবিশ্বাসে চিড় ধরাবেন না।’

শেয়ার করা পোস্টে সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খানকেও শুভেচ্ছা জানিয়েছেন সায়ের। লিখেছেন, ‘সাদিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ, তোমাকেও অনেক শুভেচ্ছা। নিজ যোগ‍্যতার প্রমাণ তুমি দিয়েছো। তোমার বলিষ্ঠ কন্ঠ ও নেতৃত্বের গুণ অক্ষুণ্ন থাকুক, সেটাই প্রার্থনা করি। কাঁধে-কাঁধ মিলিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোল একসাথে।’

এদিকে সায়েরের শেয়ার করা পোস্টটিতে সাদিকুর রহমান খান লিখেছিলেন গত ২১ ফেব্রুয়ারি, যখন সায়ের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েমের ভূমিকা প্রথমবারে মতো প্রকাশ্যে আনেন। দীর্ঘ পোস্টটিতে সাদিকুর রহমান লিখেছেন, ‘লকারনাইন সায়ের আজ যা লিখেছেন, ঐটা সত্যি হলে জুলাই বিপ্লবের ইতিহাস পাল্টে যাবে। অ্যান্ড বৈষম্যবিরোধী নেতাদের অনেক অনেক মিথ্যা কথাও সামনে চলে আসবে। সবচে মজার ব্যাপার হলো, জুলকারনাইন সায়ের ভাই এবারের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিলেন সাদিক কায়েমকে। বাট কেন করেছিলেন, জানতাম না। আজ জানা হলো। জানা হলো এই সাদিক কায়েমই সালমান নাম নিয়ে জুলকারনাইন সায়ের এবং আরেকজনের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করেছিলেন এবং সমন্বয়কদের জন্য সেইফ হাউজের ব্যবস্থা করতে যা যা যোগাযোগ করা, ঐটা সাদিক কায়েমের করা।’

ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা যুবদলের সেই সা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9