ডাকসু নির্বাচন: কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ না করতে দেওয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষককে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদ নিয়মের কথা বলে ঢুকতে দিচ্ছেন না তাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রগুলোয় এমন অবস্থা দেখা গেছে। শিবিরের প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বলেন, ভোটাররা স্ততস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। কেন্দ্রে অনিয়ম হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এটি আশঙ্কাজনক। আমরা প্রতিবাদ জানিয়েছি। তারা নতুন নতুন ব্যাখ্যা হাজির করছেন। এগুলো আচরণবিধি লঙ্ঘন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘সাড়ে ৭টার দিকে উদ্ভোধনের সময় সাংবাদিকদের অনুমতি ছিল। এখন নেই। এখন আপনাদের সহযোগিতা চাই।’
আরও পড়ুন: ভোটারকে আগে পূরণকৃত ব্যালট দিলেন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জিয়াউর
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।