মো. আবিদুল ইসলাম খান © সংগৃহীত
নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
জানা গেছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করার পরপরই এ প্রতিক্রিয়া জানান ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান। এরপরই ছাত্রদল সমর্থিত ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমও স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে।’