চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

৩১ আগস্ট ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ PM
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‌‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’  বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‌‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিক্ষোভ সমাবেশ পালন করেন একদল শিক্ষার্থী। রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‌‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান জিম বলেন, ‘প্রশাসন তার ন্যূনতম বিবেকবোধ হারিয়েছে। নতুন সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। আমাদের ভাই-বোনদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছিল।’

তিনি বলেন, ‘যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি তারাই দেশ পরিচালনা করব। আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। অন্যথায় আমরা আন্দোলনের মাধ্যমে আপনাদের ক্ষমতা ছাড়া করব।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক নারী শিক্ষার্থী বলেন, ‘প্রতিটি ঘটনা ঘটার পর প্রশাসন ফেসবুকে এসে পোস্ট করে সেই ঘটনার তীব্র নিন্দা জানায় ও বিচার দাবি করে। আমরা জানতে চাই তারা কার কাছে বিচার চায় ? যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এমন প্রশাসন আমরা চাই না।’

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলির সভায় যে আলোচনা হলো

আরেক শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে আক্রমণ হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। গতকাল রাতে এক দারোয়ান একটা নারী শিক্ষার্থীকে মারধর করেছে। যখন শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে যায় তখন গ্রামবাসী ডাকাত বলে তাদের ওপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়। প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাহলে প্রশাসন কী করে? এই মাঝাভাঙা প্রশাসন দিয়ে আমরা কী করব?’ 

তিনি বলেন, ‘পুরো বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ছাত্রদের রক্তের ওপর দাঁড়িয়ে  যারা ক্ষমতায় বসেছেন তারা কিছু হলেই বিচার চায় ফেসবুকে‌। তারা কার কাছে বিচার চায় ? তারা বলে আমরা পারছি না। যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। যারা পাড়বে তাদের কাছে দায়িত্ব  দেন।’

এ সময় শিক্ষার্থীরা হামলার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা ও আহতদের চিকিৎসা ব্যবস্থার দাবি জানান।

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9