রাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল সভাপতির সহিংসতার হুমকি, প্রতিবাদ ছাত্রপক্ষের

বাংলাদেশ ছাত্রপক্ষ
বাংলাদেশ ছাত্রপক্ষ  © লোগো

রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (৭ আগস্ট) একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ আগস্ট) ছাত্রদল নেতা রাহী রাকসু নির্বাচনকে বানচাল করতে 'স্বৈরাচারের দোসর আওয়ামী শিক্ষকদের পরিচয় প্রকাশ' নামে আন্দোলনের ডাক দেন এবং বলেন, ‘রাকসু হতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।’ এই বক্তব্য সরাসরি সহিংসতাকে উসকে দেয় এবং তা জুলাই বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে রাবির পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে সংগঠনটি রাহীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তিনি অনিয়মিত শিক্ষার্থী হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ্য করে অযাচিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশের পরিপন্থি।

তারা আরও বলেন, আমরা এই ধরনের উগ্র, হুমকিস্বরূপ ও অগণতান্ত্রিক বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—রাকসু নির্বাচন ছাত্রসমাজের দীর্ঘদিনের দাবি এবং এই নির্বাচনের সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতে আমরা সর্বদা সক্রিয় থাকব।

এ বিষয়ে রাবি ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেটি যদি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে বা রক্তপাতের হুমকি দেয়—তাহলে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া জরুরি।

সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ মুনাওয়ার সিফাত বলেন, উসকানিমূলক ও সহিংস বক্তব্যের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্তিপূর্ণ থাকে এবং রাকসু নির্বাচন কোনো প্রকার হুমকি বা বিশৃঙ্খলায় না পড়ে।

 


সর্বশেষ সংবাদ