৪৪তম বিসিএসে চবি থেকে ক্যাডার  ৭০ জন, কোন বিভাগ থেকে কত?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

৪৪তম বিসিএস পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে এখন পর্যন্ত ৭০ জন পরীক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এটি চূড়ান্ত সংখ্যা নয় তালিকা এখনও হালনাগাদের প্রক্রিয়ায় রয়েছে, ফলে এ সংখ্যা আরো বাড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগের বিসিএস পরীক্ষার তুলনায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যাডারপ্রাপ্তের সংখ্যা কিছুটা কম। এমন ফলাফলের পেছনে মেডিকেল ও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জেনারেল ক্যাডারে আসার বিষয়টি কিছুটা প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ক্যাডার হয়েছেন ইংরেজি বিভাগ থেকে। এই বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে স্থান পেয়েছেন; যা অন্যান্য বিভাগের তুলনায় তুলনামূলকভাবে বেশি। এরপর রয়েছে ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস থেকে ৮ জন। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা এবং গণিত এই চারটি বিভাগ থেকে ৫ জন করে মোট ২০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এছাড়া ইসলামের ইতিহাস, মার্কেটিং, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে ৪ জন করে শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফাইন্যান্স ও ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস থেকে ৩ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। উদ্ভিদবিদ্যা, ফিশারিজ, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান ও হিসাববিজ্ঞান থেকে ২ জন করে শিক্ষার্থী ক্যাডার হয়েছেন। এছাড়া কম্পিউটার সায়েন্স, সমাজবিজ্ঞান এবং ইতিহাস বিভাগ থেকে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে এটিই চূড়ান্ত হিসাব নয়। 

সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষকেরা মনে করছেন, যারা এবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিসিএসের জন্য নিরলসভাবে প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অনেক প্রতিভাবান শিক্ষার্থী পরীক্ষার নানা ধাপে বাদ পড়েছেন, যার পেছনে মনস্তাত্ত্বিক চাপ, সঠিক গাইডলাইনের অভাব এবং সহায়ক প্রশিক্ষণ পরিবেশ না থাকাকে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল গত ২৭ জুন প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ১৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। ফল প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাডারপ্রাপ্তদের তালিকা প্রস্তুত ও বিশ্লেষণের কাজ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও বিভিন্ন ব্যাচ ও বিভাগভিত্তিক সমন্বয় করে এই তালিকা হালনাগাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, চূড়ান্ত গণনা শেষে এই সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বাড়বে এবং আগামীর বিসিএসগুলোতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence