ঢাবিতে আওয়ামীপন্থি দুই শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ডের কমিটিতে রাখলেন ডিন

০৯ জুলাই ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন ড. তৈয়েবুর রহমান (মাঝে), ড. সাহাদাত সিদ্দিকী (বাঁয়ে) এবং ড. সাদিক হাসান (ডানে)

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন ড. তৈয়েবুর রহমান (মাঝে), ড. সাহাদাত সিদ্দিকী (বাঁয়ে) এবং ড. সাদিক হাসান (ডানে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভাগ থেকে শিক্ষার্থী কর্তৃক বয়কটকৃত দুই আওয়ামীপন্থি শিক্ষককে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আপ্যায়ন কমিটিতে রাখার ঘটনা ঘটেছে। জানা গেছে, অনুষদটির ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এ কমিটি গঠন করেন।

কমিটিতে থাকা সেই দুই শিক্ষক হলেন- আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদলের সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিটের বর্তমান আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান।

জানা গেছে, গত ৭ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত আপ্যায়ন কমিটির দায়িত্বপ্রাপ্তদেরকে আগামী ১৩ জুলাই দায়িত্ব বুঝে নেওয়ার আহ্বান জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের ২০২১, ২০২২ ও ২০২৩ সনের বিএসএস (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত (৩.৬৫ এর উপরে) শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের আপ্যায়ন করার নিমিত্তে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আগামী ১৩ জুলাই, দুপুর ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

আরও পড়ুন: ক্যাডারে পিছিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 'শীর্ষ' ক্যাডারে শীর্ষে কেউ নেই কেন?

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন এবং সদস্য সচিব হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ অধ্যাপক ড. মো. ফারুক শাহ রয়েছেন। অন্যদিকে, কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস.এম. আরিফ মাহমুদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান এবং ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম সোহাগকে।

খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে থাকা অন্য কাউকে নিয়ে বিতর্ক না থাকলেও ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী এবং অধ্যাপক ড. সাদিক হাসানকে নিয়ে বিতর্ক রয়েছে। তারা দুইজনই চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের বিরোধী ভূমিকায় থাকায় নিজ নিজ বিভাগের শিক্ষার্থী কর্তৃক বয়কটের শিকার হয়েছেন।

অর্থনীতি বিভাগের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী নীল দলের সাথে সম্পৃক্ত থাকলেও শিক্ষার্থীবান্ধব ছিলেন। কিন্তু আন্দোলন চলাকালে তার প্রশ্নবোধক ভূমিকা ছিল। যার কারণে বিভাগের শিক্ষার্থীরা তার ক্লাস বর্জন করেন। কিন্তু পরে তাকে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা গেছে।

অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, অধ্যাপক ড. সাদিক হাসান আওয়ামীপন্থি শিক্ষক ছিলেন এবং আন্দোলন চলাকালে আন্দোলনের বিরোধিতা করায় তার ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, আমরা যেকোনো সিদ্ধান্ত  প্রতিটি বিভাগে চেয়ারম্যানের মতামত ভিত্তিতে নিয়ে থাকি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আপ্যায়ন কমিটিতে যে দুইজন শিক্ষকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে সেই দুইজন শিক্ষক এখন ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তাই আমরা সেটিতে তেমনভাবে বিবেচনা করি না। তাদের নিয়ে সংবাদ প্রকাশের পর‌ই সেই দুইজন শিক্ষক নিজে থেকেই আপ্যায়ন কমিটি থেকে প্রত্যাহার করেছে। তারা এখন আর কমিটিতে নেই।

সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9