সাঁতারে ঢাবির তারকা শেখ জামিল, পাঁচ ইভেন্টেই প্রথম 

শেখ জামিল হাসান
শেখ জামিল হাসান  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জামিল হাসান “ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫”-এ ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পাঁচটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে নজর কেঁড়েছেন সবার। শুক্রবার (৪ জুলাই) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সাঁতারে বিশেষ আগ্রহী জামিল নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি সাঁতারু সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। জামিল অংশ নেন — ১০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে। এই তিনটি ব্যক্তিগত ইভেন্টেই তিনি প্রথম স্থান অর্জন করেন।

8b98f06e-4c91-4162-8475-6cecae70ca6b

এ ছাড়া জামিল ৪০০ মিটার দলগত রিলে এবং ওয়াটারপোলো দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান।

জানা যায়, শেখ জামিল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আগেও বিভিন্ন জাতীয় ও নদীভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি মেঘনা নদীতে ৫ কিলোমিটার এবং পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতারে অংশ নিয়ে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। এ ছাড়া গত বছর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। যদিও বৈরী আবহাওয়ার কারণে প্রতিযোগিতা বাতিল হয়, তবে এবার নতুন প্রত্যয়ে জামিল বাংলা চ্যানেল পাড়ি দিতে চান বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence