ঢাবিতে মলচত্বরে গাছে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্বরে গাছে উড়না
ঢাকা বিশ্ববিদ্যালয় মলচত্বরে গাছে উড়না  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক তরুণীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার কিছু পরে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণীর নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি (২০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। বিষয়টি নজরে আসার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত প্রক্টরিয়াল টিম পাঠাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি ঢাকার পথে আছেন। মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তার চিকিৎসা চলছে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!