বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৯:৫৫ PM
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার-২০২৫ অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এ বছর বিভাগটি এ পুরস্কারে ভূষিত হয়। ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের পক্ষে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম পুরস্কার গ্রহণ করেন।
গতকাল (২৫ জুন) বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ পুরস্কার হস্তান্তর করেন।
আরও পড়ুন: যৌন হয়রানি: এবার লিখিত দিলেন নীলা ইসরাফিল, কী লিখলেন অভিযোগপত্রে?
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ বছর চারটি ক্যাটাগরিতে 'বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার' প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগকে পুরস্কার হিসেবে ২২ ক্যারেটের ২ ভরি ওজনের স্বর্ণপদক, ১ লক্ষ টাকার চেক এবং সনদপত্র প্রদান করা হয়।
ঢাবির প্রাণিবিদ্যা বিভাগের এই অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।