ঢাবি আইআর জাপান স্টাডি ক্লাবের উদ্যোগে জাপানি সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জাপান স্টাডি ক্লাবের আয়োজনে জাপানি সিনেমা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের সহায়তায় দুটি সিনেমা প্রদর্শিত হয়- “ড্যাডস লাঞ্চ বক্স” এবং অ্যানিমেশন সিনেমা “ইয়োর নেম”।
অনুষ্ঠানের শুরুতে হৃদয়স্পর্শী চলচ্চিত্র “Dad’s Lunch Box” প্রদর্শিত হয়, যা দর্শককে নাড়া দেয়। এরপর আয়োজন করা হয় ‘উইমেনস ডে অ্যান্ড হিনামাৎসুরি সেলিব্রেশন ২০২৫’-এর ছয়জন বিজয়ীর জন্য পুরস্কার বিতরণী পর্ব। খানিক বাদে একটি আনন্দঘন চা-চক্রের মাধ্যমে মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ ভাগে অ্যানিমেশন সিনেমা “Your Name”-এর প্রদর্শন দর্শকদের গভীর আবেগে আপ্লুত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের কালচারাল স্পেশালিস্ট কাজী বুশরা আহম্মেদ তিথি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী আশরাফ, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনছারুল আলম এবং ক্লাবের মডারেটর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাইমা আহমেদ।
অধ্যাপক ড. আলী আশরাফ বলেন, ‘বিভাগের অন্যান্য ক্লাবগুলোর চেয়ে এই ক্লাবটি বেশ সক্রিয়। আমি নিজেও একজন সিনেমাপ্রেমী। সিনেমার শেষ অংশটুকু আমি বেশ উপভোগ করেছি। জাপান অ্যাম্বাসিকে ধন্যবাদ কোলাবোরেশনের জন্য।’
আরও পড়ুন: ৯ মাসেও প্রক্সি-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাবি প্রশাসন
কাজী বুশরা আহম্মেদ তিথি বলেন, ‘সিনেমা কালচারের একটি অংশ। একজন কালচারাল স্পেশালিস্ট হিসেবে আমার কাজটিকে তোমরা সহজ করে দিয়েছো এই আয়োজনের মাধ্যমে। অ্যাম্বাসির পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ।’ ভবিষ্যতে ক্লাবের অন্যান্য কার্যক্রমে জাপান দূতাবাস যুক্ত থেকে সহায়তা করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের স্পন্সর হিসেবে ছিল— রেইওয়া- দ্য ব্রিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান এবং মুবিনূমা।