রাজু ভাস্কর্যে একসুরে জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ মে ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ১৩ মে ২০২৫, ০২:০৫ PM
সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ঘিরে শাহবাগে চলা আন্দোলনে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একসুরে জাতীয় সংগীত গেয়েছেন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ এবং বাম সংগঠনগুলোর নেতাকর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (১২ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এর মধ্য দিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিতর্ক সরাসরি প্রতিবাদে রূপ নিল।
জানা যায়, সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা 'একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাই নাই', 'তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই', 'পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।
এর আগে, বিকেলে ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচির আহবান জানান। পরে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এর আগে গত ১০ মে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জাতীয় সংগীত পরিবেশনায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদ। সময়সূচি মিলে যাওয়ায় ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রসংসদ সম্মিলিতভাবে কর্মসূচি পালন করে বলে জানান গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।