ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদল
নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদল  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা নবীন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদল। আজ রবিবার (৪ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ডিন অফিসের সামনে সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য হেল্প ডেস্কের পাশাপাশি নোট বুক, কলম, পানি, বিস্কুট, স্যালাইন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ মেডিসিন সেবা প্রদান করা হয়। সেই সাথে অভিভাবকদের জন্য বিশ্রামের সুবিধার্থে চেয়ারের ব্যবস্থাসহ সার্বিক তথ্য প্রদান করা হয়। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাবি),আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাবি), আব্দুল্লাহ সেকান্দার, (সহ সাধারণ সম্পাদক, ঢাবি), মানিউল আলম পাঠান শান্ত (গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক, ঢাবি), ইমদাদুল হক (সদস্য, ঢাবি), হাসিবুর রহমান সাকিব (সদস্য, ঢাবি), আব্দুল্লাহ আল মামুন (সদস্য, ঢাবি), মো. আবুজার গিফারী ইফাত (দপ্তর সম্পাদক, মুহসীন হল শাখা), রায়হানা পারভীন (সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, ঢাবি), সাফওয়ান হাসান তামিম (সহ-আইন সম্পাদক, ঢাবি), কাজী আবির (কর্মী), আব্দুল্লাহ অনন্ত (কর্মী), লুৎফুর কবির রানা (কর্মী), আব্দুল ওহেদ (ক্রীড়া সম্পাদক, জসীমউদ্দিন হল শাখা), মাসুম বিন বশির (কর্মী), নাঈম চৌধুরী (কর্মী), সাজ্জাদ হোসেন রবিন, আনোয়ারুল হোসেন, মুর্তূজা হাসান খান ফাহিম, শাকিল আহমেদ, আতিক শাহরিয়ার হামীম, রবিউল ইভান, রাকিবুল হাসান প্রমুখ। 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করার চেষ্টা করেছে। অনেকে সংগঠনের ব্যানারে, অনেকে ব্যক্তি উদ্যোগে।কিন্তু এতো বছর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে ফলে নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের কাছে আসতে ভয় পেতো।

তিনি আরও বলেন, আমরা এখন তাদের ভয় থেকে বের করে তাদের কাছে যেতে চাই, তাদের ভাই হিসেবে সহযোগিতামূলক একটা পরিবেশ গড়ে তুলতে চাই। আর শিক্ষার্থীদের কাছেও আমরা পরামর্শ চাচ্ছি যে তারা কেমন পরিবেশ চান, আমরা সবাই মিলেই সুন্দর ক্যাম্পাস গড়বো ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence