ঢাবিতে যানজট নিরসনসহ পরিবেশবান্ধব শিক্ষা নিশ্চিতকরণে স্মারকলিপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে যানজট নিরসন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণ এবং বিতর্কিত ট্রান্সজেন্ডার কোটা বাতিল-সংক্রান্ত বিষয়ে প্রোক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ রবিবার (৪ মে) বেলা একটার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বরাবর স্মারকলিপি প্রদান করে। পরে তারা সংবাদ সম্মেলন করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, এবি যুবায়ের ,নুসরাত জাহানসহ অনেক শিক্ষার্থী।
এ সময় শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-
১. যানজট নিরসন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাস এলাকায় শুধু রেজিস্ট্রার্ড, নির্ধারিত, অধুমপায়ী রিকশার চলাচল নিশ্চিত করা।
২. শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ লাঘব এবং পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, পরিবেশবান্ধব ও টেকসই শাটল সেবা চালু করা।
এ ছাড়া এ সময় কলা অনুষদের ভর্তি বিজ্ঞপ্তি কোটায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিও জানান তারা। তারা বলেন, ‘ট্রান্সজেন্ডারদের কোটা দেয়ার মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি ও নীতি-নৈতিকতার পরিপন্থী এবং প্রকৃতি বিরোধী একটি কালচারকে প্রমোট করা হচ্ছে।’
আরও পড়ুন: আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন না করায় এনটিআরসিএ ঘেরাও
স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে এবি জুবায়ের বলেন, ‘আমরা ক্যাম্পাসে কার্বনমুক্ত, পরিবেশবান্ধব ও টেকসই শাটল সেবা চালু করার দাবি জানাই। আরেকটা দাবি হলো ফার্মেসি নিয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় তেমন কোনো ফার্মেসি নেই। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ঢাকা মেডিকেলে যেতে হয়। অনেক দূরে হয়ে যায় সেটা। সেই সমস্যা দূর করার জন্য আমরা হলো পাড়ার ফার্মেসি বসানোর দাবি জানাই। তারাও আমাদের জানান, এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। খুব শিগগির আমরা দৃশ্যমান প্রদক্ষেপ দেখতে পাব।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা তাদের প্রতি বিশ্বাস রাখব। কিন্তু যদি এগুলো বাস্তবায়নে সময়ক্ষেপণ করে, তাহলে আমরা আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।’