শিক্ষার্থীদের আন্দোলনের পর রুয়া নিয়ে নতুন সিদ্ধান্ত প্রশাসনের

০১ মে ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচন নিয়ে আগামীকাল শুক্রবার নতুন অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও পদপ্রার্থীদের কঠোর আন্দোলনের ফলে নির্বাচন প্রসঙ্গে নতুন এই সিদ্ধান্তর কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। 

উপাচার্য বলেন, কাল শুক্রবার একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। সেই অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই নির্বাচন কমিশনাররা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করবেন।

এ সময় রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনারা চলে যাবেন। কিন্তু যেকোনো সময় এখানে বসার জন্য তৈরি থাকবেন। প্রশাসন অনেক নিয়ম দেখায়, তারা যদি এতই নিয়ম মানে, তাহলে কেন নির্বাচন স্থগিত করলেন? আজকের দেওয়া প্রতিশ্রুতি যদি প্রশাসন রক্ষা করতে না পারে, তাহলে আমরা আবার উপাচার্যের বাড়ির সামনে অবস্থান করব।

এর আগে, গতকাল বুধবার (৩০ এপ্রিল) রুয়া'র প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীকালে সকালে রুয়া’র নির্বাচন পদপ্রার্থীরা দুই দফায় নির্বাচন বন্ধ না করার দাবিতে অ্যাডহক কমিটির আহ্বায়কের বরাবর স্মারকলিপি দেন। অন্যদিকে বিএনপি পদপ্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

উল্লেখ্য, কিছু সমস্যা দেখিয়ে ৯ মে রুয়া’র পুনর্মিলনী এবং ১০ মে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬