মে দিবসে মেহনতি মানুষের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল

০১ মে ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
মে দিবসে মেহনতি মানুষের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল

মে দিবসে মেহনতি মানুষের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল © টিডিসি সম্পাদিত

আজ মহান মে দিবস। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। মহান মে দিবস ২০২৫-এর এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।

মহান মে দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার রিকশাওয়ালা, ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের উদ্যোগে এসময় খাবার, বিশুদ্ধ পানি ও ক্যাপ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর, ফুলার রোড় এলাকায় কয়েকশ মেহনতি মানুষের মধ্যে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। এই আয়োজনটি শ্রমজীবী মানুষের পরিশ্রমকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ানোর এক অনন্য প্রয়াস ছিল বলে জানান আয়োজকরা।

এসময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি),আব্দুল্লাহ সেকান্দার, (সহ-সাধারণ সম্পাদক),তরিকুল ইসলাম,  মানিউল আলম পাঠান শান্ত (গণ-সংযোগাযোগ বিষয়ক সম্পাদক), ইমদাদুল হক (সদস্য), হাসিবুর রহমান সাকিব (সদস্য), মো. আবুজার গিফারী ইফাত (দপ্তর সম্পাদক মহসিন হল শাখা), রায়হানা পারভীন (সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক), সাফওয়ান হাসান তামিম (সহ-আইন সম্পাদক), কাজী আবির (কর্মী) আবুজার গাফফারী আব্দুল্লাহ অনন্ত (কর্মী), লুৎফুর কবির রানা (কর্মী), আব্দুল ওহেদ (ক্রিয়া সম্পাদক, জসীমউদ্দিন হল শাখা,মাসুম বিন বশির(কর্মী), সাজ্জাদ হোসাইন রবিন,  নাঈম চৌধুরী (কর্মী), মুর্তূজা হাসান খান ফাহিম, শাকিল আহমেদ, আতিক শাহরিয়ার হামীম, রবিউল ইভান, আনোয়ারুল হোসেন, সাকিল, রকিব প্রমুখ নেতাকর্মী।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শ্রমিক দিবস সবসময়ই আমাদের জন্য বিশেষ দিন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে প্রেরণা পেয়েছি, জনাব তারেক রহমানকে দেখে শিখেছি। আমাদের দল গরীব মেহনতি মানুষের ভালোবাসায় এতো বড় হয়েছে। আমাদের এই আয়োজন হয়তো পর্যাপ্ত নয় কিন্তু এর মাধ্যমে যে মানুষ অনুপ্রেরণা পাবে তার প্রভাব অনেক বড় হবে এই আশা করি।

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬