রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ, শঙ্কিত শিক্ষকরা
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ মে ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তার বাসায় চার থেকে পাঁচটি ককটেল মারা হয়েছে।
এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, রাতে ওই ঘটনার পরপরই স্যার আমাকে কল দিয়ে জানিয়েছিলেন। আমি তাকে বাসা থেকে বের হতে না করেছিলাম। পরে পুলিশ আসলে তারা বের হন। তার বাসায় অসুস্থ বাবা, বাচ্চারা ছিল। তারা সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। তবে তারা সবাই সুস্থ আছেন। তার নিরাপত্তার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আর আমরা কোনো ক্লু পেলে তাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারব।
আরও পড়ুন : বাঙলা কলেজে নতুন বাস সংযোজন, তবু সংকট কাটেনি শিক্ষার্থীদের
সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লিখেছেন, আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্যারের বাসায় ককটেল ফাটিয়ে প্রমাণ করল এই শহর আমাদের জন্য কতটা অনিরাপদ। স্যার আফসোস করে বলছিলেন, ছোট থেকে এখানে বেড়ে উঠলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, তখনো কেউ এই সাহস পায়নি আর এখন এ ঘটনা ঘটল।
প্রশ্ন রেখে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সঙ্গে এমন হলে আমাদের শিক্ষার্থী ভাইবোনের জন্য কতটা অনিরাপদ এই শহর?
আরও পড়ুন : এনটিআরসিএর সুপারিশ নাকি সব ইনডেক্সধারী—বদলির সুযোগ পাবেন কারা?
উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান লিখেছেন, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে কিন্তু যেয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই তার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের নিজ বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা এখন শঙ্কিত।
এ বিষয়ে উপাচার্য সালেহ্ হাসান নকীব সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে লিখেছেন, এই প্রশাসন একটা টিম। এখানে কারও ওপর অন্যায় আঘাত, সবার ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। অধ্যাপক ইফতিখার মাসউদের বাসভবনের গেটে ককটেল ছোড়া হয়েছে— কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।