রাবির ভর্তি পরীক্ষায় ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’

১৯ এপ্রিল ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’

ছাত্রদলের ‘জরুরি বাইক সার্ভিস’ © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে ‘জরুরি বাইক সার্ভিস’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে এসে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে বিড়ম্বনায় পড়েন। অনেক সময় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে নিজ কেন্দ্রে পৌঁছাতে পারেন না তারা। ভর্তি পরীক্ষার্থীদের এই সংকট দূর করতে এই উদ্যোগ নিয়েছে ছাত্রদল। তাদের এই আয়োজন প্রশংসা কুড়াচ্ছে ক্যাম্পাসে।

শনিবার (১৯ এপ্রিল) ‘এ’ ইউনিট তথা কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি অরাজনৈতিক জেলা ও উপজেলা ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। পুরো রাবি ক্যাম্পাসই ভরে যায় চেয়ার-টেবিল-ব্যানারে। বরাবরের মতো এবারো শিক্ষার্থীদের সহযোগিতায় এদিন দারুণ কিছু উপহার দিতে পেরেছে রাবি শাখা ছাত্রদলের বাইক সার্ভিস।

পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আমি একা প্রথম রাজশাহীতে এসেছি, কিছুই চিনি না। ভাইদের বলার পর তারা আমাকে যে ভবনে পরীক্ষা, সেখানে নামিয়ে দিয়ে গেলেন। তাদের ধন্যবাদ জানাচ্ছি। যারা কেন্দ্র চিনে না, তাদের জন্য এটা খুবই হেল্পফুল।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের বাইক সার্ভিসের বাইকগুলো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। এখানে সর্বমোট ১১টি বাইক কাজ করছে। বাইক সার্ভিস এর তত্ত্বাবধানে রয়েছে ছাত্রদলের কর্মী নাফিউল ইসলাম জীবন। এ ছাড়া আমাদের মেডিকেল সেবা, ট্রাফিক সেবা, খাবার পানি, স্যালাইন, শিক্ষার্থীদের তথ্যসেবা, অভিভাবকদের বসার ব্যবস্থা রয়েছে৷ রাবি ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে আছে বলে জানান তিনি।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী দল শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় কাজ করবে, ততক্ষণ আমি তাদের প্রশংসা করব। তারা যে মিটিং-মিছিল বাদ দিয়ে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে, এটা সত্যি প্রশংসনীয়।

গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬