প্রধান উপদেষ্টার সঙ্গে চবি উপাচার্যের মতবিনিময়

১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৪ PM
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের নেতৃত্বে প্রতিনিধি দল

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের নেতৃত্বে প্রতিনিধি দল © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন আয়োজন উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের নেতৃত্বে প্রতিনিধি দল। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

জানা যায়, আগামী ১৪ই মে চবির ৫ম সমাবর্তন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টাকে দাওয়াত ও সমাবর্তনের দিক নিয়ে আলোচনা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান উপাচার্য। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী। 

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা সমাবর্তনের দাওয়াত দেওয়ার পাশাপাশি সমাবর্তন সম্পর্কে বিস্তারিত জানাতে মূলত আবার স্যারের সাথে দেখা করেছি। তিনি আমাদের কাজে খুশি হয়েছেন। স্যার সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান। এতে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ২২ হাজার ৬০০ সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। দেশের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান। 

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
চমক রেখে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা স্কটল্যান্ডের
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লা’ স্লোগানে গলা মেলালেন দুই ব্রিটিশ নাগরিক
  • ২৭ জানুয়ারি ২০২৬
একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অপরদিকে মা-বোনদের গায়ে হা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইশতেহার প্রণয়নে অনলাইনে ৩৭ হাজার মতামত পেল জামায়াত
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬