প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগের কারণ জানতে চান রাবি কর্মকর্তা
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১২:১৯ PM

সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের প্রকৃত কারণ জানতে চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের যোহা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। রোকসানা বেগম বলেন, ‘আমি প্রথমে মনে করেছিলাম উপদেষ্টা মণ্ডলীর সবাই একযোগে পদত্যাগ করছেন। পরে দেখি, শুধু অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।
তিনি বলেন, ‘কেন তিনি একা পদত্যাগ করলেন, তা আমাদের জানার অধিকার আছে। আমি চাই, এ পদত্যাগের পেছনের প্রকৃত কারণ সামনে আসুক।’
এ সময় আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে রাবির এ কর্মকর্তা বলেন, ‘আসিফ নজরুলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কোন যোগ্যতায় তিনি বহাল থাকবেন, যেখানে আমাদের অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে বিদায় নিতে হলো? তিনি কোন দিক থেকে কম যোগ্য ছিলেন?’
আরো পড়ুন: দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা
রোকসানা বেগমের অভিযোগ, ‘উত্তরবঙ্গ থেকে এখনো পর্যন্ত কোনো ইউজিসি সদস্য নেই, নেই কোনো পিএসসি সদস্য। এমনকি উপদেষ্টা পরিষদেও উত্তরবঙ্গের কেউ নেই। এটি অত্যন্ত হতাশাজনক এবং এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা ও প্রতিনিধিত্বের প্রতি এক ধরনের অবহেলা।’
তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গের প্রথিতযশা শিক্ষক ও শিক্ষাবিদরা বারবার অবমূল্যায়িত হচ্ছেন। এটি পরিকল্পিত বৈষম্য কিনা, তা খতিয়ে দেখা জরুরি। আমি এ অবস্থার পরিবর্তন চাই।’