স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ AM

অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার দিবাগত রাত ১টার পর তারা হলগুলো থেকে এ মিছিল শুরু করেন।
এসময় শিক্ষার্থীরা, ‘দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়’, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কী করে?’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ভিসি চত্ত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের দিক এগিয়ে যায়।
জানা গেছে, দেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং একের পর এক ছিনতাই ও হামলার ঘটনায় উদ্বেগ হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মিছিল করেন।