জাবিতে ভর্তিচ্ছুদের স্বাস্থ্য সেবা দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা দিচ্ছে জাবি যুব রেড ক্রিসেন্ট। গত ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ভর্তিচ্ছুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। স্বাস্থ্য সেবা প্রদানের জন্য যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ‘ইমার্জেন্সি রেসপন্সটিম’ গঠন করেছে। ২০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত এ টিম নিয়মিত প্রাথমিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

ইমার্জেন্সি রেসপন্সটিমের সদস্যরা দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী, অভিভাবকদের প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করছেন। এছাড়াও ইমার্জেন্সি রেসপন্সটিমের সদস্যরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে রেড ক্রিসেন্টের সদস্যরা।

এছাড়া ভর্তি পরীক্ষা দিতে আগত শিক্ষার্থীদের মনোসামাজিক সহযোগিতা, মাক্স ও স্যানিটাইজার বিতরণ ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদানসহ বিভিন্ন অতিমারি বিষয়ক জন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন তারা।
'যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকল্পে এডভোকেসি এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে আগামী দিনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যরা।

রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. হামিম ইসলাম বলেন, আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছি। পরীক্ষা দিতে আসা কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা এক সাথে অনেক শিক্ষার্থী দেখে অস্বাভাবিক অনুভব করেন যেমন মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, বমি এর সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতা। আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি সেইসব শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থাকি। এছাড়া আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করে থাকি। পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের সাথে আসা অভিভাবক ও পরীক্ষায় দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence